আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৯ মে: দুই বছরের শিশুকন্যাকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠলো। ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্তের ফাঁসির দাবি তুলে জলপাইগুড়ির কোতোয়ালি থানার সামনে ঝাঁটা হাতে এলাকাবাসী অবস্থান বিক্ষোভ শুরু করলেন। সোমবার দুপুরে স্থানীয় মহিলারা ঝাঁটা হাতে বিক্ষোভ মিছিল করে থানার সামনের রাস্তায় বসে বিক্ষোভ দেখান।
দুই দিন আগে জলপাইগুড়ির দুই বছরের এক শিশুকন্যার ওপর অত্যাচার চালায় পড়শি এক বৃদ্ধ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে অভিযুক্তের বাড়িতে ভাঙ্গচুর করে ও জ্বালিয়ে দেওয়া হয় একটি স্কুটার। অভিযুক্ত বৃদ্ধ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বলে জানাগেছে। ঘটনার পর জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ জানায় পরিবার, গ্রেফতার হয় অভিযুক্ত।
এ দিন অভিযুক্তের ফাঁসির দাবিতে জলপাইগুড়ি শহরের কোতোয়ালি থানার সামনে অবস্থান আন্দোলন শুরু করেন এলাকাবাসীরা। পুলিশ সুপার দফতরে স্মারকলিপি দিয়ে অভিযুক্তের ফাঁসির দাবি জানানো হয়।
এলাকাবাসী নবেন্দু মৌল্লিক বলেন, “অভিযুক্তের ফাঁসি চাই। শিশুটির বাড়িতে পুলিশ হয়রানি করছে। পুলিশের তরফে বলা হচ্ছে, তারা যায়নি৷ তাহলে গভীর রাতে কারা গেল ওই শিশুকন্যার বাড়িতে তার তদন্ত করার দাবি জানানো হয়েছে পুলিশকে। সমাজের এই ধরণের অপরাধীদের ঝাঁড়ু দিয়ে বিদায় করতে হবে। এই কারণে ঝাঁটা হাতে এদিনের কর্মসূচি।”