আমাদের ভারত, ব্যারাকপুর, ১৯ মে: আবার খবরের শিরনামে ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত টিটাগড়। বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভাঙ্গলো বাসিন্দাদের। কাউন্সিলরের বন্ধ ফ্ল্যাটে ঘটলো বিস্ফোরণ। ঘটনায় কাউন্সিলর সহ গ্রেপ্তার তিন জন।
সোমবার সাত সকালে বিস্ফোরণে কেঁপে উঠল টিটাগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড। এলাকার স্বামী বিবেকানন্দ আবাসনের ওপরের বন্ধ ফ্ল্যাটে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির দেওয়াল ধ্বসে পড়ে। পাশের বাড়ির চাল উড়ে যায়। আশেপাশের তিন- চারটি ঘর ভেঙ্গে যায়। এই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। তবে বিস্ফোরণ কীভাবে হলো, কিসের থেকে বিস্ফোরণ হলো তার তদন্ত শুরু করে টিটাগড় থানার পুলিশ। ঘটনায় মৃত্যুর কোন খবর নেই। বোমা নাকি অন্যকিছু তা খতিয়ে দেখা শুরু করে টিটাগড় থানার পুলিশ।
এরপর বেলা গড়াতেই জানা যায়, ওই ঘরটি ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমরান মন্ডলের। ঘটনায় মৃত্যু খবর না মিললেও বেশ কয়েকজন আহত হয়েছে বলে সূত্রের খবর। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। বিস্ফোরণের তীব্রতা দেখে অনেকেই ওই বন্ধ ঘরে বোমা মজুত রাখার অভিযোগ করেন।
তদন্ত চলাকালীন বিকেলের দিকে পুলিশ ওই অভিযুক্ত কাউন্সিলর মোঃ রিয়াজউদ্দিন ওরফে আরমান মন্ডল (৪৮) সহ আরশাদ খান (৩৮) ও মোঃ শারুক (৩২) নামে মোট তিন জনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রের খবর।
টিটাগড় বিস্ফোরণ কাণ্ডে ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় ঠাকুর জানান, এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরেই এদের জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয়েছে। যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেই ঘরটি আরমান মন্ডলের নামে। সে ভাড়া দিয়ে রেখেছিল, এবং সেখানে মজুদ থাকা বোমা বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে বলে তিনি জানান।