Sindoor Yatra, BJP, মায়ের বাড়িতে বিজেপি-র মহিলা নেত্রীদের সিঁদুরযাত্রা

আমাদের ভারত, ১৯ মে: সোমবার বাগবাজার মায়ের বাড়িতে বিজেপি-র মহিলা নেত্রী ও কর্মীদের এক প্রতিনিধি দল যাবেন সিঁদুর যাত্রায়।

সন্ত্রাসের বিরুদ্ধে সফল অভিযান, ‘অপারেশন সিন্দুর’ স্মরণে হবে এই সমাবেশ। দলের তরফে জানানো হয়েছে, বেলা সাড়ে চারটেয় বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনি পাত্র ও মোর্চার রাজ্য সহ সভানেত্রী ডঃ মধুছন্দা কর যাবেন সেখানে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ৬ মে, ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামে একটি অভিযান চালায়। এতে পাকিস্তান-শাসিত কাশ্মীরের মুজাফ্‌ফরাবাদ ও কোটলি এবং পাকিস্তানের পাঞ্জাবের বাহাওয়ালপুর-সহ মোট ছয়টি স্থানে হামলা করা হয়। এই অভিযান চলাকালে নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত—উভয় দিকেই হামলা হয়। এটি ছিল ২২ এপ্রিল পহেলগাঁমে সন্ত্রাসী হামলার প্রতিশোধের অঙ্গ। সেখানে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক, যাদের বেশিরভাগই পর্যটক, নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *