Tricolor Yatra, Operation Sindoor, অপারেশন সিঁদুরের সাফল্য স্মরণে সোমবারও রাজ্যে একগুচ্ছ তিরঙ্গা যাত্রার ডাক

আমাদের ভারত, ১৯ মে: অপারেশন সিঁদুরের সাফল্য স্মরণে রবিবারের মতো সোমবারও বিভিন্ন অঞ্চলে তিরঙ্গা যাত্রার ডাক দিয়েছে বিজেপি।

দলের এই সূচিতে জানানো হয়েছে, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা বানারহাটে বেলা ১টায়, ২টোয় জলপাইগুড়ির বানারহাটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বেলা চারটেয়, প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বাঁকুড়ায় এই অভিযান করবেন।

সুকান্তবাবু এক্সবার্তায় লিখেছেন, “অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীর অসীম শৌর্য ও পরাক্রমকে জানাই শত সহস্র অভিনন্দন। বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে আজ গর্ব ও কৃতজ্ঞতা। সোমবার দুপুর ৩টেয় বালুরঘাটের হিলি মোড় থেকে থানা মোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। এই যাত্রায় আমি নিজেও অংশ নেব আমার সংসদীয় ক্ষেত্রের সর্বস্তরের নাগরিকদের সঙ্গে।

বালুরঘাটবাসী সকলকে আহ্বান জানাচ্ছি- আসুন, দেশরক্ষায় নিযুক্ত ভারতের বীর সৈনিকদের সম্মান জানাতে এই মহতী কর্মসূচিতে যোগ দিন এবং একে সাফল্যমণ্ডিত করুন। জয় হিন্দ। ভারত মাতা কি জয়।”

এর আগে রবিবার হাবড়ায় ফাল্গুনি পাত্র, রানাঘাটের দত্তপুলিয়ায় প্রাক্তন পুলিশকর্তা তথা দলের অন্যতম সর্বভারতীয় মুখপাত্র ভারতী ঘোষ, কেষ্টপুর ভিআইপি মোড় থেকে হলদিরামের মোড় দলের মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য তিরঙ্গা যাত্রায় অংশ নেন। দলের রাজ্য সভাপতি ড: সুকান্ত মজুমদারের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা চলার সময় কলকাতার ভিআইপি রোডের যে দিক দিয়ে মিছিল যাচ্ছিল রাস্তার সেই দিকের সব আলো নিভিয়ে দেয় স্থানীয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *