Santali Student, Midnapur, সাঁওতালি মাধ্যমে মাধ্যমি ও উচ্চমাধ্যমিকে কৃতীদের সংবর্ধনা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ মে: মেদিনীপুর সদর ব্লকের ‘শিরোমণি সিধু-কানহো হল দিবস উদ্‌‌যাপন কমিটি’-র উদ্যোগে ২০২৫ শিক্ষাবর্ষে সাঁওতালী মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানানো হলো একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে।

সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়, শিক্ষক নেতৃত্ব, উচ্চ- মাধ্যমিক পরীক্ষার যুগ্ম -আহ্বায়ক রামজীবন মান্ডি, ডাঃ সায়নী টুড, ডাঃ সব্যসাচী হাঁসদা, ডাঃ খেরওয়াল সরেন অধ্যাপক গুরুপদ মুর্মু, বিশিষ্ট শিক্ষাবিদ ঝাবু সিং মুর্মু, অধ্যাপক বিপিন মুর্মু, শিক্ষানুরাগী মুকুল সামন্ত এবং আয়োজক কমিটির প্রধান রাজেন মুর্মু সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উপস্থিত সকলে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাজেন মুর্মু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *