আমাদের ভারত, ২০ সেপ্টেম্বর: শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল নিয়ে বড়সড় সমস্যা দেখা দিয়েছে। জানাগেছে, হ্যাক হয়ে গেছে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল। সুপ্রিম কোর্টের ইউটিউব পেজ থেকে রাতারাতি উধাও হয়ে গেছে আর জি কর মামলার শুনানির ভিডিও। দেশের সর্বোচ্চ আদালতের বিচার প্রক্রিয়া যেখানে লাইভ স্ট্রিমিং হয় সেই চ্যানেল হ্যাক হওয়াকে নিরাপত্তায় বড়সড় ত্রুটি হিসেবে দেখা হচ্ছে। কে বা কারা ইউটিউব চ্যানেল হ্যাক করলো তার তদন্ত শুরু হয়েছে।
শুক্রবার সকালে জানা যায়, সুপ্রিম কোর্টের ইউটিউব পেজ হ্যাক হয়ে গিয়েছে। শীর্ষ আদালতের বিচার প্রক্রিয়ার লাইভ স্ট্রিমিং এর বদলে উল্টোপাল্টা নানা ভিডিও দেখা যাচ্ছে। কোখন ক্রিপটো কারেন্সি সংক্রান্ত ভিডিও দেখা যাচ্ছে। কেউ আবার অন্য ইউটিউব চ্যানেলে পৌঁছে যাচ্ছেন। কেউ আবার সার্চ করেও সুপ্রিম কোর্টের চ্যানেলটি খুঁজে পাচ্ছেন না।
সূত্রের খবর, সুপ্রিম কোর্টের ইউটিউব পেজ থেকে কার্যত উধাও করে দেওয়া হয়েছে ভিডিওগুলি। আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের মামলার বিচার প্রক্রিয়ার ভিডিও, সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির যে ভিডিও রেকর্ডিং ছিল তা হ্যাকাররা প্রাইভেট করে দিয়েছে। সেই সংক্রান্ত ভিডিও সার্চ করলেই তার বদলে আসছে অন্য কিছু। সেখানে ক্রিপ্টো কারেন্সি সংক্রান্ত একটি লাইভ ভিডিও দেখা যাচ্ছে।
সুপ্রিম কোর্টের এক আধিকারিক ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার কথা স্বীকার করেছেন। জানানো হয়েছে, শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে। আইটি টিম বিষয়টি দেখার পরেই ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারের সঙ্গে বিষয়টিতে যোগাযোগ করা হয়েছে।