আমাদের ভারত, ৬ জুন: ‘অপারেশন সিঁদুর নিয়ে পাণ্ডবেশ্বর- এর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সাংঘাতিক অভিযোগের প্রতিবাদ করল বিজেপি। তাঁর বক্তৃতার ভিডিয়ো যুক্ত করে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি-র সভাপতি শুক্রবার এক্সবার্তায় প্রতিবাদ করেছেন।
জঙ্গি হামলার তিন দিন আগে সেখানকার নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল, এমন সাংঘাতিক অভিযোগে তোলপাড় ফেলে দিয়েছেন এই বিধায়ক। তিনি বলেছেন, “সিঁদুর নিয়ে নাটক শুরু করেছে বিজেপি। সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। হিন্দু হিন্দু খেলে সাম্প্রদায়িক বিভাজনের গেমপ্ল্যান।”
নরেন্দ্রনাথ বলেছেন, “সিঁদুরকে নিয়ে যদি খেলা করে তাকে উচিত শিক্ষা দিতে হবে। তাদের ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে। গোটাটাই নাটক, যুদ্ধ যুদ্ধ খেলা। পহেলগাঁওয়ে পর্যটকরা বেড়াতে এসেছে, কাশ্মীরে ১০ ফুট দূরে- দূরে জওয়ানরা থাকেন। পহেলগাঁও-সহ প্রতিটি পর্যটন কেন্দ্রে জওয়ানরা থাকে। একদল দুষ্কৃতী চলে এল, তার আগে সব নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হলো।”
এদিকে, দেশের সেনাকে এভাবে অপমান নিয়ে সোচ্চার রাজ্য বিজেপি। সুকান্ত মজুমদার এক্স পোস্টে লিখেছেন, “পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই জঘন্য এবং নিন্দনীয় মন্তব্য স্পষ্টভাবে প্রকাশ করে যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে কতটা দেশ বিরোধী বিষ ছড়ানোর চেষ্টা করছে। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে তিনি নির্লজ্জভাবে দাবি করেছেন যে “ভারতের পাকিস্তানের সাথে মিল রয়েছে।” এই বক্তব্য কেবল আপত্তিকর নয়, এটি স্পষ্টতই দেশবিরোধী।”