Elephant, Bankura, আম- কাঁঠালের প্রেমে হাতির দলের হানা বাঁকুড়ার গ্রামে, চিন্তায় চাষিরা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ জুন: আম, কাঁঠালের লোভে প্রায় প্রতিদিনই গ্রামে হানা দিচ্ছে হাতি, আর এনিয়ে চিন্তায় চাষিরা। বাঁকুড়ার শিল্প শহর বড়জোড়ার দক্ষিণ সরাগাড়া গ্রাম সংলগ্ন এলাকায় পাকা আম ও কাঁঠাল খেতে হাতির দল প্রায় প্রতিদিন হানা দিচ্ছে এলাকার বাগানগুলিতে।

এই এলাকায় প্রচুর আম ও কাঁঠাল গাছ রয়েছে। এবার আম ও কাঁঠালের ফলন ভাল হয়েছে। এই সময় এলাকার অধিকাংশ গাছ পাকা আম ও কাঁঠালে ভর্তি। চাষিরা এবার ভালো লাভের আশাও করেছিলেন। কিন্তু তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। প্রসেনজিৎ কুণ্ডু, সুশান্ত দে, নয়ন দে সহ গ্রামের অধিবাসীদের বক্তব্য, প্রায় প্রতিদিন বিকেল হলেই ৪টি হাতি চলে আসছে গ্রামে আম খেতে। গোটা সাতেক আম গাছ আছে আমতলায়।আমের প্রেমে পড়েছে হাতি। গ্রামবাসীদের বক্তব্য, বাঁকুড়া (উত্তর) বনবিভাগের বড়জোড়া রেঞ্জের সংগ্রামপুর বিটের তিনের মাইল জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি(‘চেন বাঁধা’) প্রতিদিন বিকেলে দক্ষিণ সরাগাড়া গ্রামে এসে নিয়ম করে আম খেয়ে যাচ্ছে।

দক্ষিণ সরাগাড়া গ্রামের বাসিন্দা নারায়ণ কুণ্ডু, সতিশ কুন্ডুদের বক্তব্য, চারটি দলছুট হাতি রয়েছে। এই হাতিগুলি মেদিনীপুর ফিরে যাওয়ার পথে বিষ্ণুপুর থেকে ফের চলে আসে এখানে। এখন পাকা আম ঝরে পড়ছে। এখানে শ্যামপুর, ডকাইসিনিতে আম ও কাঁঠালের বাগান রয়েছে। তাই প্রতিদিন চলে আসছে। ওদের দাপটে এই এলাকার চাষ প্রায় বন্ধই হয়ে গিয়েছে। সবজি ও ফসল খেয়ে ও মাড়িয়ে তছনছ করে দিচ্ছে। এখন ওরা আম গাছ তলার হানা দিচ্ছে। রোজ বিকেলে আমতলায় আসবেই ওরা। এমনকি লোকালয়েও ঢুকে পড়ছে। এতে আতঙ্ক বাড়ছে।

সংগ্রামপুর বিট অফিসার জয়ন্ত ঘোষ জানান, হাতিদের এখন খাবারের সঙ্কট দেখা দিয়েছে। জমিতে তেমন ফসল নেই। তাই খাবার না পেয়ে আম খেয়েই পেট ভরাচ্ছে তারা। আম কাঁঠাল এখন তাদের প্রিয় হয়ে গিয়েছে। তবে হাতি মিষ্টি পাকা আম ছাড়া খায় না।আম টক হলে তারা মুখেই তুলবে না। এখন ঝড়বৃষ্টিতে ও অতিরিক্ত পেকে আম ঝরে পড়ছে। তাই ওদের হানা বেড়ে গেছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত থেকে চারটি হাতি দক্ষিণ সরাগাড়ায় রয়েছে। হুলা দলের সদস্যরা হাতিগুলির ওপর নজর রেখেছেন। ওরা যাতে গ্রামে না ঢুকে পড়ে, কোনও অবস্থায় যেন ক্ষয়ক্ষতি না-হয় সে দিকে কড়া নজর রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *