আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৬ জুন: তৃণমূলের সক্রিয় সদস্য তথা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যদের খুনের হুমকি দিয়ে গ্রেফতার হল এক কিশোর। ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের বড় দুমকি গ্রামের ঘটনা। নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের সদস্য জয়ন্ত হালদার ও তৃণমূল কর্মী বাটুল মন্ডলকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় এক বছর সতেরোর কিশোরের বিরুদ্ধে। এই দুই তৃণমূল কর্মীকে খুনের হুমকি দিয়ে রাস্তায় ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছিল অভিযুক্ত। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ অভিযুক্তকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে অস্ত্রটি।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত একমাস ক্যানিং ১ ব্লকের আগে নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ঐ কিশোর এলাকায় চুরি সহ বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম করত। এলাকার মানুষ তার অসামাজিক কাজকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছিল। সেই বিষয়ে গ্রামে একটি সালিশি সভাও হয়। সেই সালিশি সভায় অভিযুক্তকে এসব কাজ করতে বারণ করেন জয়ন্ত ও বাটুল। এই ধরনের কাজ করলে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয়ও দেখানো হয় তাকে। সেই থেকেই পঞ্চায়েত সদস্য জয়ন্ত হালদার ও তৃণমূল কর্মী বাটুল মন্ডলকে খুনের হুমকি দেয় ঐ কিশোর।
বৃহস্পতিবার বিকেলে একটি ধারালো অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাঘুরি করে সে। সামনে পেলেই জয়ন্ত ও বাটুলকে খুন করবে বলেও গ্রামের মানুষকে হুঁশিয়ারি দেয় সে। সন্ধ্যা নামতেই এলাকায় সেই অস্ত্র নিয়ে দাপাদাপি করতে শুরু করে অভিযুক্ত। ঘটনার খবর পেয়ে জয়ন্ত ক্যানিং থানার দ্বারস্থ হন। পুলিশ বিষয়টি জানতে পেরেই এলাকায় গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতকে শুক্রবার আদালতের নির্দেশে একটি হোমে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।