আমাদের ভারত, ৬ জুন: পহেলগাঁও কাণ্ডের পরে আজ, শুক্রবার প্রথমবার কাশ্মীর উপত্যকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি৷ এর মধ্যে রেল-সড়কের পাশাপাশি রয়েছে স্বাস্থ্যক্ষেত্র৷ স্বাভাবিকভাবেই উপত্যকার মানুষ এর মাধ্যমে অর্থনৈতিক ভাবে ঘুরে দাঁড়াতে চায়৷
উপত্যকার মানুষের একটা বড় ভরসা হল পর্যটন। যার উপরে দাঁড়িয়ে থাকে এই গোটা এলাকার জীবনধারণের একটা বড় অংশ৷ রেল ও সড়ক সেই কাজে বাড়তি সহায়তা প্রদান করবে।
প্রধানমন্ত্রী উধমপুর- শ্রীনগর- বারামুল্লা রেল লিঙ্ক (USBRL) প্রকল্পটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় ৪৩,৭৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৭২ কিলোমিটার দীর্ঘ USBRL প্রকল্পটিতে ৩৬টি টানেল (১১৯ কিলোমিটার বিস্তৃত) এবং ৯৪৩টি সেতু রয়েছে। এই প্রকল্পটি কাশ্মীর উপত্যকা এবং দেশের বাকি অংশের মধ্যে সর্ব-আবহাওয়া, নিরবচ্ছিন্ন রেল যোগাযোগ স্থাপন করবে যার লক্ষ্য আঞ্চলিক গতিশীলতা রূপান্তর করা এবং আর্থ-সামাজিক একীকরণ চালানো।