Sukanta, BJP, TMC, টিএমসির উত্তরীয় পরে ইফতারে আইসি, পুলিশ এবং তৃণমূলের ক্যাডার সমার্থক শব্দ বললেন সুকান্ত

আমাদের ভারত, ২৪ মার্চ: পুলিশ প্রশাসনকে হাতিয়ার করেই রাজ্যে ক্ষমতায় টিকে আছে তৃণমূল কংগ্রেস। এই দাবি বিজেপি বরাবর করে এসেছে। তাদের অভিযোগ, পুলিশ তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করে চলেছে বলে আম জনতাও অনেক সময় সঠিক বিচার পায় না। এবার তাদের এই দাবির পক্ষে প্রমাণ হাজির করে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, পুলিশ ও তৃণমূল কর্মী সমার্থক শব্দ।

এক পুলিশ কর্মীর তৃণমূল কংগ্রেসের উত্তরীয় পরা ছবি পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী তৃণমূল কংগ্রেস ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “এটা পরিমিতির কোনও জটিল উপপাদ্য নয়, যে এঁকে প্রমাণ না করলে প্রমাণিত হবে না। বাংলার সমস্ত বয়ঃসীমার প্রতিটি নাগরিক এখন জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈরাজ্যের বাংলায় ‘পুলিশ’ এবং ‘তৃণমূলের ক্যাডার’ সমার্থক শব্দ।”

কটাক্ষ করে তিনি লিখেছেন, পরবর্তী রাজ্য সম্মেলনে হয়তো পশ্চিমবঙ্গ পুলিশের উর্দির সঙ্গে হুবহু মিল রেখে তোলাবাজির অর্থের ভিত্তিতে তৃণমূলের নীচুতলার কর্মীদের নতুন ইউনিফর্ম প্রথারও উদ্ভব করবেন ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের উদ্দেশ্যে তিনি বলেছেন, এতে যেন বাংলার মানুষ ঘাবড়ে না যান।

এক পুলিশ কর্মীর দুটি ছবি পোস্ট করে সুকান্ত মজুমদার লিখেছেন, “এখানে যাঁর ছবি দেখছেন, তিনি নদিয়ার চাপড়া থানার বহুগুণসম্পন্ন তৃণমূলী রত্নসম্মান প্রাপক মাননীয় আইসি সাহেব শ্রীযুক্ত অনিন্দ্য মুখোপাধ্যায়। জেলা তৃণমূল আয়োজিত একটি ইফতারে যোগ দিয়ে গর্বের সঙ্গে তৃণমূলী উত্তরীয় পরে রয়েছেন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন থেকে ফিরেই যাতে এনাকে সরাসরি সংগঠনে অন্তর্ভুক্ত করেন এই দাবি জানালাম, সঙ্গে আসন্ন বিধানসভায় লোভনীয় কোনও আসনের প্রার্থীও যাতে এনাকে করা হয় সেদিকেও মুখ্যমন্ত্রী এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের দৃষ্টি আকর্ষণ করলাম।’

পুলিশের চাকরিতে থাকা কোনো কর্মী এভাবে কোনো রাজনৈতিক দলের প্রতীক গায়ে দিয়ে প্রকাশ্যে এলে তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আর বার বার পুলিশের নিরপেক্ষতা নিয়ে বিরোধীরা যে প্রশ্ন তোলেন এই ঘটনা তার চোখে আঙুল দিয়ে সত্যতা প্রমাণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *