পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ মার্চ: রমজান মাস উপলক্ষে সোমবার মেদিনীপুর শহরের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ইফতার সামগ্রী তুলে দিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা।
তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে ঈদ ও রমজান উপলক্ষে বিধানসভা এলাকায় থাকা সমস্ত মসজিদ ও মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এর সঙ্গে মোয়াজ্জেমদেরও নতুন পোশাক দেওয়া হয়।