পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ মার্চ: হাওড়ার দুর্গত এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে পশ্চিম মেদনীপুর জেলার মেদিনীপুর শহরেও প্রতিবাদে সামিল হলো বিজেপির জেলা নেতৃত্ব।
এদিন সন্ধ্যায় মেদিনীপুর শহরের জেলাশাসকের কার্যালয়ের সামনের রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। বিরোধী দলনেতার উপর পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান জেলা বিজেপির সহ-সভাপতি ড: শঙ্কর গুছাইত। তিনি আরো বলেন, যে যতক্ষণ না বিরোধী দলনেতার উপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ততদিন আন্দোলন চলবে। আজকে প্রতিকী আন্দোলন দিয়ে শুরু হয়েছে, আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
আজকের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি নেতা রমা প্রসাদ গিরি, শুভজিৎ রায়, অরূপ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।