পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ মার্চ: সোমবার বিশ্ব যক্ষা দিবস। এই যক্ষা দিবস উপলক্ষে সারা জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের শহিদ প্রদ্যুৎ স্মৃতি সদনে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে যক্ষা নিরসনে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুজয় হাজরা, পিংলার বিধায়ক অজিত মাইতি, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, জেলা স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গি সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ।