Movement, Ghatal, একাধিক দাবিতে বন্যাদুর্গতদের সভা থেকে আন্দোলনের ডাক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির ডেবরা ব্লক শাখার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ মার্চ: ডেবরা ব্লকের জগন্নাথপুর এসকেপ(ঝাপা) স্থায়ীভাবে বাঁধার ব্যবস্থা, মাছ ভান্ডার খালের অবশিষ্টাংশ সংস্কার, মুগদাড়ি ও ক্ষীরাই খাল সংস্কার, ভসড়া খালে চক্রীপানে আরো ৪টি স্লুইস গেট ও জ্যোতিসবে ১০ ভেন্ট স্লুইসের পাশে আরো ১০টি গেট নির্মাণ সহ ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত ডেবরা ব্লকের অধীনস্থ ৯ দফা দাবিতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির ডেবরা ব্লক শাখার উদ্যোগে আজ মালিঘাটি অঞ্চলের শিমুলতলায় বানভাসিদের এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ভীম চন্দ্র মান্না। সভায় বক্তব্য রাখেন, কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কমিটির নেতৃত্ব সুজিত মাইতি, দীপঙ্কর মাইতি সহ ডেবরা ব্লক শাখার নেতৃত্বরা।

নারায়ণবাবু ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম দফায় যে কাজগুলি হবে, তার মধ্যে ডেবরা ব্লকের কোনো কাজ ধরা নেই। উপরোক্ত দাবিগুলি নিয়ে সেচ দপ্তরের এসডিও দ্রুত সরজেমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলেও আজো তা করেননি।সভা থেকে বিভিন্ন আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *