Swamiji, Sri Ramakrishna, স্বামীজীর পৈতৃক আবাসে শ্রীরামকৃষ্ণ এবং কৃষ্টদাস পাল’ শীর্ষক সভা

আমাদের ভারত, ২৪ মার্চ: স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাসের বিবেকানন্দ হলে রবিবার সন্ধ্যায় ‘উনিশ শতকে সংস্কার আন্দোলনের আলোয় শ্রীরামকৃষ্ণ এবং কৃষ্টদাস পাল’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।

সভায় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের সম্পাদক স্বামী সূপর্ণানন্দ মহারাজ বলেন, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা তথা ভারতে আধ্যাত্মিক সংস্কৃতির দ্বারা ভারতবর্ষের ঐক্যর বন্ধনকে অটুট করেছিলেন। কৃষ্টদাস পাল ঊনিশ শতকে জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছেন। আমাদের অজ্ঞতা তাঁর সম্বন্ধে সঠিক ঐতিহাসিক মূল্যায়ন না হওয়া।

প্রধান বক্তা সুস্বাগত বন্দ্যোপাধ্যায় শ্রীরামকৃষ্ণদেবের সাত্ত্বিক এবং কৃষ্টদাস পালের রাজসিক কর্মকান্ডের তুলনামূলক আলোচনা করেন। ‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকার সম্পাদক কৃষ্টদাস পাল সেই সময় ইংরেজ শাসনের বিরুদ্ধে নির্ভীক দেশপ্রেমিক ছিলেন। পৌর প্রশাসনের সংস্কার, আইন ব্যাবস্হার সংস্কার এবং প্রথম ‘ডোমিনিয়ান স্ট্যাটাস’-এর দাবী করেছিলেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইন্ডিয়ান মাস কম্যুনিকেশন ইনস্টিটিউটের অধ্যাপক মৃণাল চ্যাটার্জি, স্বপন রুদ্র, ডাঃ কুমার কিশোর পাল প্রমুখ। ধন্যবাদ ঞ্জাপন করেন ডাঃ কেতকী পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *