আমাদের ভারত, ২৬ ফেব্রুয়ারি: দামোদর সাভারকরকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু লিখেছেন, “বিনায়ক দামোদর সাভারকরের পুন্যতিথিতে তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। তিনি ছিলেন মা ভারতীর একজন সাহসী পুত্র, একজন প্রকৃত জাতীয়তাবাদী, একজন শক্তিশালী বক্তা এবং একজন নিবেদিতপ্রাণ সমাজ সংস্কারক।”
প্রসঙ্গত, লন্ডনে থাকাকালীন সাভারকর ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন।সাভারকরকে হিন্দুত্ব রাজনৈতিক মতাদর্শের প্রবক্তা বলে গণ্য করা হয়। তিনি ন্যাৎসীবাদকে প্রশংসা করেছিলেন। তিনি হিন্দু জাতীয়তাবাদী আদর্শের প্রবক্তা ছিলেন। তিনি চেয়েছিলেন সব ধর্ম ও আদর্শের উপরে উঠে সবাই নিজেকে আগে ভারতীয় ভাবুক।”