Sukanta, Yoga Day, নরেন্দ্র মোদীর উদ্ধৃতি দিয়ে যোগদিবসে বার্তা সুকান্তর

আমাদের ভারত, ২১ জুন: “আসুন আমরা সকলে একত্রিত হয়ে যোগব্যায়ামকে একটি গণ আন্দোলনে পরিণত করি।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উক্তি ও ভিডিয়ো-সহ কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি ডঃ সুকান্ত মজুমদার শনিবার এক্সবার্তায় লিখেছেন, “একটি আন্দোলন যা বিশ্বকে শান্তি, স্বাস্থ্য এবং সম্প্রীতির দিকে পরিচালিত করে। যেখানে প্রতিটি ব্যক্তি যোগব্যায়াম দিয়ে দিন শুরু করে এবং জীবনে ভারসাম্য খুঁজে পায়। যেখানে প্রতিটি সমাজ যোগব্যায়ামের সঙ্গে সংযুক্ত হয় এবং চাপমুক্ত হয়। যেখানে যোগব্যায়াম সমগ্র মানবজাতির জন্য একতাবদ্ধ সূত্রে পরিণত হয়। এবং যেখানে এক পৃথিবীর জন্য, এক স্বাস্থ্যের জন্য যোগব্যায়াম একটি বিশ্বব্যাপী সংকল্পে পরিণত হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *