আমাদের ভারত, ব্যারাকপুর, ২১ জুন: ইছাপুরের লেনিনগড় এলাকায় বেশ কয়েকদিন আগে দুই পাড়ার গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। দু’পক্ষের অনেকেই এই ঘটনায় আহত হয়েছে। তবে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তবে গতকালই লেলিনগড় এলাকায় যেতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং ও অন্যান্য বিজেপি নেতৃত্ব। আজ নোয়াপাড়া থানা অভিযানের ডাক দিয়েছিল ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব। সেখানে উপস্থিত হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন, ২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন না। এটা নিশ্চিত। পুলিশকে সামনে রেখে যেভাবে রাজ্যে অত্যাচার করা হচ্ছে এর জবাব একদিন মানুষ দেবে।
প্রসঙ্গত, গতকাল অর্জুন সিং- এর সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন ব্যারাকপুরের পুলিশ কমিশনারের পদস্থ কর্তারা। সেখানে কোনো সময় প্রাক্তন সংসদের গলায়, আবার কখনো জামার কলারটাও ধরতে দেখা গিয়েছিল পুলিশকে। এই প্রসঙ্গ তুলে আজ থানার সামনে দাঁড়িয়ে অর্জুন সিং বলেন, আমি ইচ্ছাধারী নাগ। আমার চোখে একবার অপরাধ হলে সেটা চোখে স্ক্যান হয়ে যায়। আমি কোনো জিনিস ভুলি না। পুলিশ যদি ক্ষমা না চায় তাহলে আমি মামলা করবো। আমি কেন্দ্রীয় নিরাপত্তা পাই। অনেক কিছু ঘটনা কাল ঘটতে পারতো। কিন্তু আমি ঝামেলা বাড়াতে চাইনি।