আমাদের ভারত, ২১ জুন: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ডঃ কেশব বলিরাম হেডগেওয়ারের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু শনিবার এক্সবার্তায় ছবি-সহ লিখেছেন, “পরম শ্রদ্ধেয় ডঃ কেশব বলিরাম হেডগেওয়ারজী-র প্রয়াণ দিবসে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধার্ঘ্য। তাঁর জাগ্রত করা জাতীয়তাবোধ, শৃঙ্খলা ও নিঃস্বার্থ আত্মবিসর্জনের আদর্শ আমাদের চেতনায় আজও সমানভাবে দীপ্তিমান- পথ দেখায়, প্রেরণা জোগায়।”