আমাদের ভারত, ২৩ ফেব্রুয়ারি: আগামী ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের একটি সভা অনুষ্ঠিত হতে চলেছে বলে খবর। এই সভাকে ২৬- এর নির্বাচনের রণকৌশল ঠিক করার সভা বলে দাবি করা হচ্ছে। কিন্তু এই সভাকে মশকরা সভা বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, তৃণমূলের রণকৌশলের সভা মুখ্যমন্ত্রী সংগঠনের কোনো নেতাদের সঙ্গে করেন না।
আড়াইশো আসনে জয়ের লক্ষ্য ২৬- এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের। তার আগে রণকৌশল ঠিক করতে ঝাঁপিয়ে পড়তে চলেছে রাজ্যের শাসক দল বলে খবর। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি সাংগঠনিক বৈঠক হবে ঘাসফুল শিবিরের। এই বৈঠককেই কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বিজেপি নেতা সাংবাদিকদের উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন করে বলেছেন, আপনাদের অভিজ্ঞতা কী বলে? নেতাজি ইনডোর স্টেডিয়াম- এর মতো বড় জায়গায় কি কোনো নির্বাচনী রণকৌশল আলোচনা করা যেতে পারে?” তাঁর দাবি, তৃণমূলের যেমন মশকরা সভা হয় তেমনই সভা হবে এটি। মুখ্যমন্ত্রী মঞ্চের এই প্রান্ত থেকে ওই প্রান্ত মাইক নিয়ে ঘুরবেন দু’চারটে ডায়লগ দেবেন চলে যাবেন। এইভাবে নির্বাচনের কৌশল করা যায় না। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর যে স্ট্র্যাটিজি বৈঠক সেটা অনেক আগে মুখ্যমন্ত্রী শুরু করেছেন জেলার ডিএম এবং এসপিদের সঙ্গে। তাঁর কথায়, তৃণমূল কংগ্রেস দলের নেতাদের নিয়ে নির্বাচনে লড়ার মত জায়গায় নেই। তৃণমূল কংগ্রেসের আসলে সংগঠন বলে কোনো কিছু নেই। পুরোটাই প্রশাসন নির্ভর। মুখ্যমন্ত্রীর নির্বাচনের কৌশলগত বৈঠক ডিএম এবং এসপিদের সঙ্গে হয় অন্য কারো সঙ্গে নয়।
জানা গেছে, ২৭ ফেব্রুয়ারির বৈঠকে তৃণমূল কংগ্রেসের সব বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি, দলের সমস্ত পদাধিকারীকে ডাকা হচ্ছে। দলের তরফে তাদের কাছে আমন্ত্রণ পৌঁছাবে। নেতাজি ইন্ডোরে ওই বৈঠক হবে ১১টা থেকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংগঠনের রদবদল নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।