পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি: গ্রামীণ চিকিৎসক সংগঠনের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হলো পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি হলে।
গ্রামীন চিকিৎসকদের সরকারি প্রশিক্ষণের মাধ্যমে সরকারি স্বীকৃতি, গ্রামীণ চিকিৎসকদের ড্রাগ কন্ট্রোল বোর্ডের নির্দেশিকা, পুলিশি হয়রানি সহ একাধিক বিষয়ে এদিন আলোচনা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে নামিদামি বিভিন্ন চিকিৎসকদের এনে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। যার ফলে উপকৃত হন এই সভায় আসা গ্রামীণ চিকিৎসকরা।
বর্তমান সমাজ ব্যবস্থায় গ্রামীণ চিকিৎসকদের গুরুত্ব তুলে ধরে এদিনের এই সভা থেকে সরকারি ভাবে বিভিন্ন সহযোগিতার দাবি তোলা হয়। আর এই দাবিগুলি না মানলে ভবিষ্যতে গ্রামীণ চিকিৎসকরা বৃহত্তর আন্দোলনেও যেতে পারেন বলে এদিনের এই সভার মাধ্যমে আওয়াজ তোলেন উপস্থিত নেতৃত্বরা।