আমাদের ভারত, ১৯ মার্চ: “সুনিতা উইলিয়ামস এবং তাঁর দলকে অভিনন্দন এবং উষ্ণ স্বাগত।” সুনীতাদের প্রত্যাবর্তনের পর বুধবার তাঁদের এই বার্তা দিলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু লিখেছেন, “ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। তাঁর অসাধারণ যাত্রা এবং মহাকাশ অনুসন্ধানের প্রতি নিষ্ঠা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। ভারত তাঁর কৃতিত্বের জন্য অত্যন্ত গর্বিত।”