আমাদের ভারত, ১৯ মার্চ: “আমি তাঁদের অটল সংকল্পকে স্যালুট জানাই এবং তাদের সুস্বাস্থ্য কামনা করি।” সুনীতাদের প্রত্যাবর্তনের পর বুধবার তাঁদের এই বার্তা দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রাষ্ট্রপতি এক্সবার্তায় লিখেছেন, “নাসার ক্রু ৯ মিশনের নিরাপদে পৃথিবীতে প্রত্যাবর্তনের নেপথ্যের পুরো দলকে অভিনন্দন। ভারতের মেয়ে সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহকর্মী মহাকাশচারীরা তাঁদের অধ্যবসায়, নিষ্ঠা এবং অনমনীয় মনোভাব দিয়ে সকলকে অনুপ্রাণিত করেছেন। তাঁদের ঐতিহাসিক যাত্রা দৃঢ় সংকল্প, দলবদ্ধতা এবং অসাধারণ সাহসের গল্প।”