Sukanta, letter, Amit Shah, অগ্নিগর্ভ সন্দেশখালি! পদক্ষেপ করার আবেদন জানিয়ে অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ৯ ফেব্রুয়ারি: সন্দেশখালির ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। চিঠিতে সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, সন্দেশখালির আদিবাসীদের ওপর তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীরা আক্রমণ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তাই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন।

চিঠিতে সুকান্ত মজুমদার লিখেছেন, আমি পশ্চিমবঙ্গে বিশেষ করে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি অঞ্চলে ঘটে চলা হিংসার উদ্বেগ জনক পরিস্থিতি অবিলম্বে আপনার নজরে আনতে চিঠি লিখছি। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার সহ অন্যান্য তৃণমূলী গুন্ডাদের দ্বারা স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের উপর জঘন্য হামলার জেরে এই এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য সরকারের কাছ থেকে জরুরি পদক্ষেপ দাবি করছি। সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, শাজাহানের জন্যই সন্দেশখালির এই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। বারবার আবেদন করা সত্ত্বেও স্থানীয় মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে সরকার। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন তিনি।

৩ দিন ধরে অশান্ত সন্দেশখালিতে অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ ব্যর্থ হয়েছে বলেও অমিত শাহকে জানিয়েছেন তিনি। যার ফলে ভেঙে পড়েছে এলাকার আইন-শৃঙ্খলা। এই ব্যাপারে অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

তৃণমূল নেতাদের লাগাতার অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ তুলে বুধবার থেকে কার্যত গণঅভ্যুত্থান হয়েছে সন্দেশখালিতে। আক্রান্ত হয়েছেন এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য উত্তম সর্দার। জনরোষের মুখে ভাঙ্গচুর হয়েছে তার বাড়ি, পোল্ট্রি ফার্ম, বাগানবাড়ি। বাদ যায়নি সন্দেশখালি দুই নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শিবু হাজরাও। শুক্রবার জেলিয়াখালিতে শিবু হাজরার তিনটি পোল্ট্রি ফার্ম জ্বালিয়ে দেয় জনতা। ভাঙ্গচুর করা হয় শিবু হাজরার মদের দোকানে। জ্বালিয়ে দেওয়া হয় শিবু হাজরার বাড়ি। গ্রামবাসীদের অভিযোগ, উত্তম আর শিবু এলাকায় কয়েকশো বিঘা জমি দখল করেছে। সেই জমিতে মাছের ভেড়ি করেছে তারা। মাছ চাষের লভ্যাংশ চাইতে গেলে মারধর করে শিবু, উত্তমের লোকেরা। এই দুই তৃণমূল নেতা পলাতক শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে দাবি তাদের।

শিবু, উত্তমের গ্রেফতারির দাবিতে বৃহস্পতিবার থেকে সন্দেশখালি থানার সামনে লাঠি, ঝাঁটা নিয়ে অবস্থান করছেন এলাকার মহিলারা।শুক্রবার জেলিয়াখালিতে সামান্য প্রতিরোধ গড়ার চেষ্টা করে তৃণমূলের গুন্ডাবাহিনী, তবে তা তেমন সফল হয়নি। এই ঘটনায় এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে তিনজন গ্রামবাসী।

এরপরই সন্দেশখালির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অমিত শাহকে চিঠি লেখেন সুকান্ত মজুমদার। সন্দেশখালিতে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেন তিনি।

এদিকে সুকান্ত মজুমদারের এই চিঠিতে বাংলার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে বলে দাবি তৃণমূলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *