Sukanta, Mamata, কসবার ঘটনায় মমতাকে দুর্যোধনের সঙ্গে তুলনা করলেন সুকান্ত

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৯ জুন: “কলেজের দলীয় পদ পেতে গেলে যদি এমন কম্প্রোমাইজ করতে হয় তাহলে তৃণমূল দলে মহিলাদের কী কী করতে হয়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্যোধনের সঙ্গে প্রতিযোগিতা করছেন,” কসবা ল’ কলেজ কান্ড প্রসঙ্গে এমন কথাই বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

এদিন পানিহাটিতে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এদিন মদন মিত্র ও তৃণমূল যুব নেতা দেবাংশুর করা মন্তব্যের কড়া সমালোচনা করেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্যোধনের সঙ্গে তুলনা করে সুকান্ত মজুমদার বলেন, “এই রকম অত্যাচারী ও আত্মঅহংকারী শাসককে আমরা কখনো দেখিনি। মমতা ব্যানার্জির সঙ্গে দুর্যোধনের প্রতিযোগিতা হচ্ছে, যে কে বেশি অহংকারী। আগে দুর্যোধনকে আমরা মহাভারতে দেখেছিলাম।’

তাঁর অভিমত, “এখানকার কোনো কলেজে নির্বাচন হচ্ছে না। এখানে কোনো রাজনৈতিক দলের জনপ্রতিনিধি নেই। সেই কারণে কাউকে না কাউকে মাথায় বসিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে নবীন বরণের নামে টাকা নেওয়া হচ্ছে। ছাত্রকে ভর্তি করে দেওয়ার নামে টাকা নেওয়া হয়, বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে সব করা হচ্ছে। যে ঘটনা সামনে এসেছে সেটা হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র। অনেক বাচ্চা মেয়েরা আছে যারা মুখ খোলে না, বাবা-মাকে জানাতে পারে না। কসবার ঘটনাও ভিডিও করে রাখা হয়েছে এবং এর পরিণাম ভালো হবে না বলে হুমকি দেওয়া হয়। তাঁর প্রশ্ন, কতখানি রাজনৈতিক ক্ষমতা থাকলে একজন এই ধরনের কাজ করতে পারে।

সুকান্ত মজুমদার দাবি করেন, ‘তৃণমূলের উদ্দেশ্য হলো, পারলে এরা এই মেয়েটির চরিত্র নিয়ে টানা হিচড়া করবে, চরিত্রহীন করার চেষ্টা করবেন। এটা যে কত বড় পাপ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *