Primary scholarship, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতীদের পুরস্কার প্রদান

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
২৯ জুন: প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ (পশ্চিমবঙ্গ) পরিচালিত দাসপুর থানা পরীক্ষা পরিচালনা সহায়ক কমিটি’র উদ্যোগে সোনাখালি হাইস্কুলে ৫৯ জন কৃতী ছাত্র-ছাত্রীদের আজ পুরস্কার ও সম্বর্ধনা দেওয়া হয়। পর্ষদের উদ্যোগে অনুষ্ঠিত চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ২০২৪ সালের প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি সহ)’র ফলাফলের ভিত্তিতে ১৫টি সেন্টারের ২ জন রাজ্য বৃত্তি প্রাপক ও ১১ জন জেলা বৃত্তি প্রাপক ও সেন্টারের ১ম, ২য়, ৩য় স্থানাধিকারীদের এই সম্বর্ধনা দেওয়া হয়।

এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কমিটির যুগ্ম সম্পাদক ফারুক মল্লিক। পাশাপাশি বর্তমান শিক্ষা ব্যবস্থার উপর আলোচনা হয়। আলোচনা করেন জেলা পরীক্ষা পরিচালন কমিটি’র সহ সভাপতি দেবাশিস মাইতি। তিনি শিক্ষার সিলেবাস, পাশ- ফেল প্রথা না থাকা সহ নানান অব্যবস্থার কথা তুলে ধরে আন্দোলন গড়ে তোলার কথা বলেন।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ কুমার শাসমল, নারায়ণ হাঁড়া, রবীন্দ্রনাথ জানা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বিনয়কৃষ্ণ মাইতি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সদস্য শিক্ষক পিণাকী পাত্র। অনুষ্ঠানে শতাধিক শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *