পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুন: ২১ জুলাইকে সামনে রেখে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের একটি বেসরকারি আবাসনে সমস্ত নেতৃত্বদের নিয়ে সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন পিংলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অজিত মাইতি, সাংগঠনিক জেলার সভাপতি সহ অন্যান্য তৃণমূল নেতা- কর্মীরা।
মূলত আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহিদ সভা করতে চলেছে তৃণমূল। সেই সভা সফল করার লক্ষ্যে এই সভার আয়োজন। এদিন কিভাবে এই সভাকে সফল করার জন্য বিভিন্ন এলাকায় প্রচার করার বার্তা দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।