পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ আগস্ট: ১৯৫৯ সালের ঐতিহাসিক খাদ্য আন্দোলন ও ১৯৯০ সালে বাস ভাড়া বৃদ্ধি প্রতিরোধ আন্দোলনের শহিদ মাধাই হালদারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজ
এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে ঘাটাল, সোনামুই প্রভৃতি স্থানে শহিদ বেদী স্থাপন, বেদিতে মাল্যদান, শপথ বাক্য পাঠ, পথসভা প্রভৃতি কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের ঘাটাল মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন জানা, বিভা পাল সুব্রত মাজী প্রমুখ।
দলের নেতারা তাদের বক্তব্যে ওই আন্দোলন থেকে শিক্ষা নিয়ে আরজিকর কাণ্ড সহ জনজীবনের বিভিন্ন দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান।