TMC, Keshpur, আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি, অবস্থান বিক্ষোভ কেশপুর ব্লক তৃণমূলের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ আগস্ট: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার বিকেলে মহামিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়। অবস্থান বিক্ষোভ হওয়ার আগে কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয় মোড় থেকে একটি মহা মিছিল শুরু হয়। মিছিলটি শেষ হয় কেশপুর পুরাতন বাসস্ট্যান্ডে। কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা পা মেলান মিছিলে। মিছিল শেষে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা অবস্থান বিক্ষোভে বসেন। দীর্ঘ ২ ঘণ্টা ধরে চলে এই কর্মসূচি।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়িকা তথা পঞ্চায়েত ও গ্রামউন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গরাই, জেলা পরিষদ সদস্য শ্যামল আচার্য, মহম্মদ রফিক সহ জেলা- ব্লক এবং অঞ্চলের নেতা ও কর্মী সমর্থকরা। অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে বিজেপিকে তুলোধুনা করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। পাশাপাশি আরজিকর কাণ্ডে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে ফাঁসি দিতে হবে বলেও দাবি তোলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ পাঁজা।

পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা বলেন, যে বা যারা এই ন্যাক্কার জনক ঘটনায় জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। তিনি আরও বলেন, যারা জড়িত তাদের রাস্তায় এনে অঙ্গ কেটে শাস্তি দেওয়া উচিত, কিন্তু আইনে তা নেই। আমি নিজেও একজন বিধানসভার সদস্য, আমরা ধর্ষকদের বিরুদ্ধে কঠিন আইন আনতে চলেছি বিধানসভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *