Teacher, Shalbani, প্রাথমিক শিক্ষকের অবসরকে কেন্দ্র করে আবেগে ভাসল শালবনি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ আগস্ট: দীর্ঘ ৩১ বছরের চাকরি জীবনের সমাপ্তি ঘটলো আজ। গোবরু গ্রামের বাসিন্দা চন্দন মাসান্ত প্রধান শিক্ষক হিসাবে অবসর নিলেন শালবনীর গোবরু প্রাথমিক বিদ্যালয় থেকে। চাকরি জীবন শুরু হয় ১৯৯৩ সালে, পূর্ব মেদিনীপুরে। সেখান থেকে শালবনী, তারপরে গ্রামের স্কুলে ২১ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার সামলে অবসর গ্রহণ করলেন চন্দনবাবু।

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শালবনীর বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। বিশিষ্ট কবি ও শিক্ষক কৃষ্ণেন্দুবাবু অনুষ্ঠানের সঞ্চালনা শুরু করেই চন্দন মাশান্তের দীর্ঘ কর্মজীবনের উল্লেখ করেন। সফলভাবে জেলার ট্রেনার থেকে চক্রের শিক্ষক শিক্ষিকাদের সমস্ত আপদে বিপদে পাচ্ছে দাঁড়িয়েছেন এই বর্ষীয়ান শিক্ষক।

আজকের অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনবাবুর স্ত্রী, পুত্র, কন্যা, জামাতা, নাতনি সহ পুরো পরিবার। চক্রের বিশিষ্ট শিক্ষক শিক্ষিকারা তাঁর কর্মজীবনের আলোচনা করেন ও অবসর জীবনের শুভকামনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *