দরজা জানালায় টোকা মারা শুরু হয়েছে! তৃণমূলে ফিরতে চাইছেন শুভেন্দু, দাবি কুনালের

আমাদের ভারত, ৯ ফেব্রুয়ারি: বিধানসভা নির্বাচনের বেশ কিছুদিন আগেই বিজেপিতে যোগদান শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন তিনি। এখন রাজ্যের বিরোধী দলনেতা। এবার সেই শুভেন্দু অধিকারী নাকি আবার তৃণমূলের ফিরে যেতে চাইছেন। এমনটাই দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ।

কুনাল বলেছেন,”শুভেন্দু তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে চায় বলে আমাদের কাছে খবর আছে।” বুধবার এক সাংবাদিক বৈঠকে কুনাল ঘোষ দাবি করেন, তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দু যেসব মন্তব্য করেছেন তার পিছনে একটি বিশেষ উদ্দেশ্য আছে। পুরভোটে অধিকারী পরিবারের কোনো সদস্যকে টিকিট দেয়নি বিজেপি। সেই কারণেই শুভেন্দু পুরনো দলে ফিরতে চাইছেন।

কাঁথি পুরসভায় কোন ওয়ার্ডে বিজেপির তরফে টিকিট দেওয়া হয়নি শুভেন্দু অধিকারীর পরিবারের কাউকে। এই প্রসঙ্গ টেনে কুণাল ঘোষ বলেন,”বিজেপি কাঁথিতে অধিকারী পরিবারের কাউকে টিকিট দেয়নি। এত নাকি রত্ন, এত নাকি ভালো কাজ করছে অথচ টিকিটি দেয়নি। কারণ অধিকারী প্রাইভেট লিমিটেডের সদস্য দলের সাধারণ সম্পাদক পদ নেওয়াতেও জেলায় ব্যাপক বিক্ষোভ হয়েছে।

কুনাল আরও দাবি করেছেন, এমন অনেক দুর্নীতির তদন্ত চলছে যাতে অধিকারী পরিবারের নাম জড়িয়েছে। ফলে ভোটে তাদের হারের সম্ভাবনা রয়েছে। কুনালের মতে ভোটে দাঁড়ালে হারবেন সেটা জানেন অধিকারীরা।

কুনাল ঘোষ আরও উল্লেখ করেন তৃণমূলে থাকতে শুভেন্দু অধিকারী তথা অধিকারী পরিবারের যে আধিপত্য ছিল কাঁথিতে বিজেপির যাওয়ার পর নষ্ট হয়ে গিয়েছে। আর বিজেপি অধিকারী পরিবারকে গুরুত্ব দেয়নি। তার মৌরসী পাট্টায় আঘাত করা হয়েছে বলেও দাবি করেন কুনাল। তার কথায়, এবার দমবন্ধ লাগতে শুরু করেছে তাই তৃণমূলের ফেরার চেষ্টা করছেন। এখন কিছু কথা বলে দৃষ্টি আকর্ষণ করতে হবে শুভেন্দু। কুনালের ব্যাখ্যা তৃণমূলে থাকতে শুভেন্দু এলাকায় যা বলেছেন তাই হয়েছে। এখন বিজেপিতে গিয়ে সেটা হচ্ছে না। তাই পরিবারের সম্মানের কথা ভেবেই তৃণমূলে ফিরতে চাইছেন শুভেন্দু।

কুনাল বলেন দরজায় টোকা মারার কাজটা শুরু হয়েছে। বিজেপিতে যে কোনো ভবিষ্যৎ নেই সেটা শুভেন্দু অধিকারী বুঝে গিয়েছেন। বাবা সাংসদ মন্ত্রী, এক ছেলে বিধায়ক, আরেক ছেলে সাংসদ, আরেক ছেলে পৌর পিতা। তৃণমূল অধিকারী পরিবারকে সব দিয়েছিল বলেও দাবি করেন তিনি। টিকিট না দিয়ে অধিকারী পরিবারকে বড় ধাক্কা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন কুনাল। আর এই কারণেই ঘর ওয়াপসির চেষ্টা শুরু করেছেন শুভেন্দু বলে তার দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *