আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২৮ আগস্ট: পুলিশের বাধায় গেট থেকে বিজেপির পতাকা খুলে নেওয়া হলেও স্কুলেই ঢুকল না ছাত্র- ছাত্রীরা। উল্টে পুলিশের সামনেই “উই ওয়ান্ট জাস্টিস” স্লোগান দিতে দিতে গ্রাম পরিক্রমা করে তারা। ছাত্র- ছাত্রীদের এই আন্দোলন দেখে হতভম্ব হয়ে পরে পুলিশ। ফলে বুধবার স্কুলের পঠন পাঠন শিকেয় ওঠে। এমন অভিনব ঘটনা ঘটল বীরভূমের নলহাটি থানার বানিওর এ কে হাইস্কুলে।
এদিন বিজেপির ডাকা ১২ ঘণ্টার ধর্মঘট পালন করতে বিজেপি কর্মীরা গ্রামের স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেয়। স্কুলের নির্দিষ্ট সময়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকারা গিয়ে দেখেন গেটে বিজেপির পতাকা। খবর পেয়ে গ্রামে যায় পুলিশ। এরপর গ্রামের বাসিন্দা বিজেপির ও বি সি মোর্চার জেলা সাধারণ সম্পাদক গোবিন্দ সাহুকে ডেকে স্কুলের গেট থেকে পতাকা খুলতে বাধ্য করে পুলিশ। স্কুলের গেট খোলা হলে প্রবেশ করেনি ছাত্র- ছাত্রীরা। তারা পুলিশের সামনে আরজিকরে চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে স্লোগান দিতে শুরু করে। এরপরেই তাঁরা গ্রামে মিছিল বের করে।
ছাত্রছাত্রীরা জানায়, প্রথমত চিকিৎসকের খুনের বিচার চেয়ে আমরা ক্লাস না করার সিদ্ধান্ত নিয়েছিলাম আগেই। স্কুলের গেটে গিয়ে জমায়েত হয়ে সেই সিদ্ধান্ত আরও জোরালো হয়। তাছাড়া মঙ্গলবার পুলিশ যেভাবে ছাত্রদের উপর লাঠি চার্জ করেছে তারও আমরা নিন্দা করছি। এই দুটি কারণে আমরা স্কুলে না গিয়ে মিছিল করে প্রতিবাদ জানাই”।
গোবিন্দ সাহু বলেন, “আমরা ধর্মঘটকে সফল করতে স্কুলের গেটে তালা ঝুলিয়েছিলাম। কিন্তু তৃণমূলের দলদাস পুলিশ আমাদের পতাকা খুলতে বাধ্য করে। ছাত্রছাত্রীরা পুলিশের মুখে ঝামা ঘষে দিয়ে স্কুলে না ঢুকে প্রতিবাদে সামিল হয়েছে। আমরা চাই এভাবেই সর্বস্তরের মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত হোক”।
তবে বার বার ফোন করা হলেও ফোন ধরেননি প্রধান শিক্ষক আশিস কুমার মণ্ডল।
খুব ভালো