সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ আগস্ট: বিজেপির ডাকা ১২ ঘন্টার বাংলা বনধে মিশ্র প্রভাব পড়েছে বাঁকুড়ায়। যদিও বিজেপি বনধ সফল বলে দাবি করলেও তৃণমূল সম্পূর্ণ ব্যর্থ বলে দাবি করেছে।
বনধ ঘিরে গতকাল সন্ধে থেকেই উত্তেজনা দেখা দেয়। আজ সকালে তা নিয়ে ছিল টানটান উত্তেজনা। সকাল হতেই বিজেপি কর্মীরা যেমন বনধ সফল করতে মাঠে নেমে পড়ে, তেমনি তৃণমূলও বনধ ব্যর্থ করতে মরিয়া চেষ্টা চালায়। দুই পক্ষের এই প্রচেষ্টায় ঝামেলা এড়াতে সজাগ ছিল সাধারণ মানুষ। বাঁকুড়া শহরের প্রধান ব্যবসা কেন্দ্র বড়বাজার, নূতনগঞ্জ মোটামুটি স্তব্ধ থাকলেও বেশ কিছু খুচরো দোকান খোলা ছিল। তবে বাস পরিবহন বন্ধ ছিল। জেলার বড়জোড়া, মেজিয়া শিল্পাঞ্চলের কল কারখানা সচল থাকলেও এলাকার দোকান পাট প্রায় বন্ধ ছিল। চলেনি শিল্পাঞ্চলের পন্যবাহী গাড়ি এবং যাত্রীবাহী বাস।
বড়জোড়া সবজি বাজার ছিল খোলা, তবে বাজারে অন্যান্য দোকান পাট দু’ একটি খোলা থাকলেও অধিকাংশই বন্ধ ছিল। তবে যেহেতু কল কারখানা চালু ছিল সেই কারণে কিছু ছোট গাড়ি এবং স্থানীয় ভাবে লরি, ডাম্পার রাস্তায় চলাচল করছিল। তা বন্ধ করতে এখানে বিজেপির মন্ডল সভাপতি গোবিন্দ ঘোষের নেতৃত্বে চৌমাথা মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। এরপর পুলিশ এসে অবরোধকারীদের জোর করে হটিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়। তবে ডিভিসির মেজিয়া বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন দুর্লভপুর মোড়ে বিজেপির সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পুলিশ। বড়জোড়ার মত এখানেও স্থানীয় যানবাহন চলাচল করলে বিজেপির বাঁকুড়া জেলা ইনচার্জ তথা রাজ্য কমিটির সদস্য সুজিত অগস্থির নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ করা হয়। প্রচুর পুলিশ মোতায়েন ছিল এখানে।
আইএনটিটিইউসি’র বাঁকুড়া জেলা সভাপতি রথীন বন্দ্যোপাধ্যায় বিরাট মিছিল নিয়ে শিল্পাঞ্চলের বনধ ব্যর্থ করতে মাঠে নামেন। যুযুধান দুই পক্ষের স্লোগান, পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই পুলিশ অবরোধকারী বিজেপি নেতা সুজিত অগস্থি সহ ২০ জন বনধ সমর্থককে আটক করে থানায় নিয়ে যায়। ‘পুলিশ তুমি যতই মারো, তোমার মেয়েও হচ্ছে বড়’ এই স্লোগান দিতে থাকেন বিজেপির আটক হওয়া নেতারা। সন্ধে ৬ টার পর থানা থেকে ছাড়া পান তারা। বেলিয়াতোড়ে কিছুক্ষণ রেল অবরোধ করে বনধ সমর্থকরা। এখানেও দোকানপাট কিছু সংখ্যায় খোলা ছিল। বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জির দাবি, বনধ ব্যর্থ হয়েছে।
বাঁকুড়ার প্রাক্তন সাংসদ ডাঃ সুভাষ সরকার বলেন, বনধ সফল হয়েছে। বনধের সমর্থনে একটি মিছিল নিয়ে শহর পরিক্রমা করেন তিনি।
বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল বলেন, জেলায় বনধ স্বতঃস্ফূর্ত হয়েছে। মেজিয়া, বড়জোড়া ও রাইপুর থেকে ১২০জন বিজেপি কর্মীকে পুলিশ আটক করেছে।
বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা বলেন, তৃণমূলের শাসানি উপেক্ষা করে বনধ সফল হয়েছে।
অন্যদিকে তৃণমূল বনধ বিরোধীতায় বিশাল মিছিল বের করে। পুলিশি তৎপরতায় মিছিল দুটির গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়। এই বনধ বাঁকুড়া জেলায় আংশিক সাড়া ফেলেছে বলে অভিমত প্রকাশ করেছে বিশেষজ্ঞ মহল।