দেবজিতা গুহালস্কর
নেদারল্যান্ড থেকে
আমাদের ভারত, ২৮ আগস্ট: আর জি করের ঘটনায় লাগাতার প্রতিবাদের ঢেউয়ের আঁচ লেগেছে নেদারল্যান্ডের প্রবাসীদের মধ্যেও। তাই ১৪ আগস্টের মোমবাতি মিছিলের পর পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের “নবান্ন অভিযান” এ সাড়া দিয়ে আবার গতকাল 27 শে আগস্ট স্থানীয় সময় রাত 9 টা নাগাদ আমস্টারডাম এর ড্যাম স্কোয়ারে জমায়েত হন প্রবাসী বাঙালিরা।
স্লোগানের সঙ্গে এইদিন প্রবাসীরা নিজস্ব বক্তব্যও রাখেন। রাজ্যের বর্তমানকালীন পরিস্থিতি নিয়ে প্রত্যেকে উদ্বেগ প্রকাশ করেছেন। নারী তথা সাধারণ মানুষকে সুরক্ষা দিতে যে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ এই বক্তব্যও রাখেন তারা। পাশাপাশি আর জি কর কাণ্ডে অপরাধের তথ্য প্রমাণ লোপাট করতে ও অপরাধীদের আড়াল করতে হাসপাতাল, পুলিশ প্রশাসন তথা রাজ্য সরকারের ভূমিকা নিয়ে নিন্দায় সরব হন তারা। অভয়া কান্ডে প্রকৃত দোষীদের খুঁজে এনে তাদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবির সাথে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন প্রবাসীরা।