আমাদের ভারত, কলকাতা, ২৮ আগস্ট: মঙ্গলবার নবান্ন অভিযানের দিন পুলিশের উর্দি পরে হকি স্টিক নিয়ে বিক্ষোভকারীর উপর হামলা করা হয়েছিলো বলে অভিযোগ তোলে বিজেপি। এমন কি মেট্রো স্টশনে ঢুকেও মারধর করা হয়। প্রামাণ্য ভিডিয়ো দাখিল করা হয় বিজেপি-র মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে। কিন্তু পুলিশ তা মানতে নারাজ।
ভিডিয়োতে দেখা যায়, মঙ্গলবার মেট্রো রেলের সেন্ট্রাল স্টেশনে দুই পুলিশকর্মী জোর করে, টেনেহিঁচড়ে ভারতীয় যুব জনতা মোর্চার নদিয়া উত্তর শাখার সাধারণ সম্পাদক বাপী প্রামাণিককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাপীবাবু যেতে না চাওয়ায় তাঁকে হকিস্টিক দিয়ে মারা হয়। তিনি আর্তচিৎকার করে ওঠেন। মারের চোটে তিনি অসুস্থ হয়ে পড়েন। এই সময় সেখানে উপস্থিত লোকজন প্রতিবাদ জানান এবং তারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। এ ব্যাপারে লিখিত অভিযোগ করা হয়েছিল মেট্রো রেলের সেন্ট্রাল স্টেশনের ওসি-র কাছে। সেটির প্রতিলিপিও দাখিল করা হয় বিজেপি-র মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে। আহত বিজেপি নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে বুধবার ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘‘গত কাল এ রকম একটি অভিযোগ পেয়ে আমরা গিয়েছিলাম। পুলিশের উর্দি পরে কেউ হকি স্টিক নিয়ে হামলা চালিয়েছিল বলে জানা নেই। এমন অভিযোগ জানাতেও কেউ আসেননি।’’