Student, Purulia, আরজিকরের ঘটনার প্রতিবাদে আন্দোলন ব্যাপক রূপ নিচ্ছে পুরুলিয়ায়, এগিয়ে আসছে ছাত্র ও যুব সমাজ

সাথী দাস, আমাদের ভারত, ২৫ আগস্ট: ‘জাস্টিস ফর আরজিকর’ এই স্লোগানকে সামনে রেখে আন্দোলন ব্যাপক রূপ নিচ্ছে পুরুলিয়ায়। রবিবারও আরজিকর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে মিছিল হলো। আন্দোলনের জন্য স্কুলের দিন এড়াতে রবিবার ছুটির দিনকেই বেছে নিল বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীরা।

এদিন বিকেলে ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই পুরুলিয়া স্টেশন সংলগ্ন এলাকায় জমায়েত হয় তারা। সেখান থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলে মিছিল করে তারা। সোশ্যাল মিডিয়া আর সংবাদ মাধ্যমে আরজিকরের ঘটনায় সংঘবদ্ধ করেছে ছাত্র ও যুবসমাজকে। তারই প্রতিফলন এই ধরনের আন্দোলন বলে মনে করছেন অভিভাবকরা। পরে পুরুলিয়ায় অধ্যাপক, শিক্ষক, ছাত্র, নার্স, ডাক্তারদের আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিল হয়। ট্যাক্সি স্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়। মেইন রোড ধরে পুরুলিয়া শহরের একাংশ ঘুরে সূচনাস্থলেই শেষ হয় মিছিল। এদিন দুপুরে পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে অঙ্গনওয়াড়ি কর্মীরাও প্রতিবাদ মিছিল করেন। এছাড়াও সাঁওতালডিতেও মহিলাদের এবং ছাত্রীদের মিছিল হয়।

তরুণী চিকিৎসকের নৃশংস হত্যার তীব্র প্রতিবাদ জানায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আর এস এসের এই ছাত্র সংগঠন এই ঘটনার প্রতিবাদে সাঁওতালডিতে পদযাত্রা করে। সাঁওতালডিতে বিরসা চক থেকে স্থানীয় থানা পর্যন্ত পদযাত্রায় অংশ নেন সদস্যরা। উপস্থিত ছিলেন রাজেশ কুমার শ্রীবাস্তব, সন্দীপ রাজওয়ার, সায়ন্তন সহ পঞ্চাশ জন। শেষে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিভিন্ন বক্তা ঘটনায় দোষীদের ফাঁসি ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *