আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ আগস্ট: আরজিকরে তরুণী মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পরেই তোলপাড় হয়েছে গোটা দেশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। প্রত্যেকের একটাই দাবি, ‘বিচার চাই, ধর্ষকের শাস্তি চাই।’ আজ ভাটপাড়ার মেঘনা মোড় থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল নাগরিক সমাজ। মিছিল শুরু হতেই পায়ে পা মিলিয়ে হাঁটতে শুরু করেন অগণিত মানুষ।
সাধারণ মানুষের ভিড়েই মিছিলে অংশ নেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। অভিনব কায়দায় গলায় ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই যুযুধান ক্লাবের উত্তরীয় গলায় নিয়ে হাঁটেন তিনি। প্রতীকি প্রতিবাদের মধ্যে দিয়েই তিনি বলেন, আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আমাদের একটাই দাবি, বিচার দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলে মানুষ জোর করে পদত্যাগ করাবে।