Conference, Ghatal, পেশাগত ৭ দফা দাবিতে মোটর ভ্যান চালকদের সম্মেলন ঘাটাল মহকুমায়

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ আগস্ট: আজ ঘাটাল শহরের অন্নপূর্ণা আর্কেডে সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের ঘাটাল মহকুমা শাখার ৩য় সম্মেলন অনুষ্ঠিত হলো। মোটর ভ্যান চালকদের লাইসেন্স ও পরিবহন শ্রমিকের স্বীকৃতি, মোটর ভ্যান চলাচলে পুলিশি হয়রানি বন্ধ সহ ৭ দফা দাবিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের শুরুতে আরজিকর মেডিকেল কলেজে যে জুনিয়র ডাক্তার নৃশংসভাবে ধর্ষিতা ও খুন হয়েছেন তাঁর স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর মূল প্রস্তাব পেশ করেন সুবল সামন্ত। প্রস্তাবের উপর অমিত বাগ সহ ৭ জন মোটর ভ্যান চালক বক্তব্য রাখেন।

ইউনিয়নের জেলা সভাপতি দীনেশ মেইকাপ মোটর ভ্যান চালকদের উপর সরকারের মনোভাবের তীব্র সমালোচনা করে তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য পূর্ণচন্দ্র বেরা আন্দোলনের ইতিহাস বর্ণনা করে সমস্ত মোটর ভ্যান চালককে ইউনিয়নের আওতায় আসার আহ্বান জানান। তাহলেই তারা মর্যাদার সাথে তাদের পেশায় কাজ করতে পারবে ও সমস্যা হলে ঐক্যবদ্ধভাবে লড়তে পারবে। সব শেষে সম্মেলন থেকে সুবল সামন্তকে সভাপতি, অমিত বাগকে সম্পাদক ও জগবন্ধু মাজিকে অফিস সম্পাদক করে এগারো জনের একটি মহকুমা কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *