পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ আগস্ট: কলকাতার আরজিকর কাণ্ডে জড়িত দোষীদের শাস্তির দাবিতে সারা দেশজুড়ে প্রতিবাদে অনড় বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবা মূলক সংগঠনগুলি। যদিও গোটা ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই’কে। এখনো পর্যন্ত এই কাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ রাজ্যবাসীর। স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে ছাত্রছাত্রীরা এই ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের শাস্তির দাবিতে প্রতিবাদে অনড়।
রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন নবকোলা এলাকায় এই কাণ্ডের সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করলো গ্রামবাসীরা। এদিন সন্ধ্যায় নবকোলা শীতলা মন্দির প্রাঙ্গণ থেকে গোটা গ্রাম পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল। মিছিলে পা মিলিয়েছিল শতাধিক গ্রামবাসী। পাশাপাশি ক্ষুদে পড়ুয়াদের এই প্রতিবাদে মিছিলে হাঁটতে দেখা গিয়েছে।
প্রসঙ্গত, গত নয় আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনা ঘটে।