আমাদের ভারত, ১৬ এপ্রিল: শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জোড়া অক্ষরেখার প্রভাবেই এই ঝড় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সাময়িকভাবে এর ফলে গরমের হাত থেকে রেহাই পাবে রাজ্যবাসী। প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত ভাবে অল্প বৃষ্টির কথা বলা হয়েছে। বড় ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত, যা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। এছাড়া আরও একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত, যেটা ছত্রিশগড় এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাতাস অনুকূল থাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
বুধবার সকাল থেকে অধিকাংশ সময় কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ মেঘলা ছিল। মাঝে মাঝে রোদ উঠলেও তার তেজ তুলনামূলক কম ছিল। কলকাতার কোথাও কোথাও ছিটে ফোঁটা বৃষ্টিও হয়েছে। সোমবার রাতের দিকে সাময়িকভাবে ঝড় উঠেছিল। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সেভাবে দেখা যায়নি। বুধবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার দু’ একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। অন্য জেলাগুলিতে কোথাও কোথাও বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হাওয়ার বেগ থাকবে কম।
বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়ার কোথাও কোথাও ঐ দিন ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বাকি জেলাগুলিতে ঝড় হলে হাওয়ার বেগ থাকবে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শুক্রবার ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হবে ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা,পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দু একটি জায়গায়, বাকি জেলাগুলিতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে জেলাগুলিতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হলুদ সর্তকতা জারি করা হয়েছে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।