সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ এপ্রিল: আদিবাসী ভূমিজ সমিতির ডেপুটেশন ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বাঁকুড়া শহরের জেলা শাসকের দপ্তর এলাকায়। চূয়াড় বিদ্রোহের ইতিহাসকে বিকৃতি করা বন্ধ, ভূমিজ ভাষাকে স্বীকৃতি, জোহর স্থানের পবিত্রতা ও সংরক্ষণ সহ বিভিন্ন দাবিতে আজ জেলাশাসকের কাছে স্মারকলিপি পেশ করে ভারতীয় আদিবাসী ভূমিজ সমিতি। স্মারকলিপি পেশ করতে কয়েক হাজার আদিবাসী মিছিল করে জেলাশাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেয়।জেলাশাসকের দপ্তরের বেশ কিছু আগে পুলিশ মিছিলের গতিরোধ করলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ আদিবাসীরা রাস্তায় বসে পড়ে অবরোধ শুরু করেন।উত্তেজিত আদিবাসীরা সমস্ত রাস্তা অবরোধের হুমকি দিতে থাকেন। পুলিশ আধিকারিকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আদিবাসী ভূমিজ সমিতির সভাপতি তপন কুমার সর্দার বলেন, পুলিশ মিছিল আটকে অমানবিক কাজ করেছে। আমরা আগেই জেলা প্রশাসনকে জানিয়ে মিছিল করেছি। আমরা আইন লঙ্ঘন করতে আসিনি। তিনি বলেন, ভূমিজ ভাষার স্বীকৃতি, মহানায়ক গঙ্গানাথ রায় ও রঘুনাথ সিং- এর জন্মদিনে সরকারি ছুটি, জোহর স্থানের পবিত্রতা রক্ষা ও সংরক্ষণ সহ কয়েক দফা দাবিতে ডেপুটেশন জমা দিয়েছি।