Rally, Bankura, নববর্ষের রাতে চাকরিহারা শিক্ষকদের মৌন মিছিল, প্রতিবাদ সভায় সরগরম বাঁকুড়া

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ এপ্রিল: দেশের সর্বোচ্চ আদালতের রায়ে প্রায় ২৬ হাজার চাকরি হারিয়ে শিক্ষককুল এখন অকূল পাথারে। এই ইস‍্যুতে প্রতিবাদ, মিছিলে সরগরম বাঁকুড়া। নববর্ষেও বিরাম নেই। এদিন সন্ধ্যায় জেলার যোগ্য চাকরিহারা শিক্ষক- শিক্ষিকারা বাঁকুড়া শহরে মোবাইলের ফ্লাস অন করে চাকরি ফেরানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেন। নূতনচটির কৃষকবাজার থেকে শুরু এই মিছিলে পা মেলান চাকরি হারানোদের পরিবারের সদস্যরা।সারেঙ্গাতেও এদিন প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করে বিজেপি।

আজ সকালে বাঁকুড়া শহরের মাচানতলার নেতাজি মূর্তির পাদদেশে চাকরিহারা যোগ্য শিক্ষকদের সমর্থনে সিপিআই(এম-এল) লিবারেশন- এর পক্ষ থেকেও একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির সদস্য ফারহান হোসেন খান, শহরের বিশিষ্ট চিকিৎসক সোমরাজ মুখার্জি, বিশিষ্ট আইনজীবী অভিষেক বিশ্বাস, শ্রমিক নেতা তথা এআইটিইউসি’র জেলা সম্পাদক ভাস্কর সিনহা প্রমুখ। তাদের দাবি, সুপ্রিম কোর্টের এই রায় পুনর্বিবেচনা করতে হবে। শিক্ষক নিয়োগে দুর্নীতির দায় রাজ্য সরকারকে নিয়ে এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। বক্তারা রাজ্য সরকার ও তৃণমূলের দুর্নীতি নিয়ে যেমন কঠোর সমালোচনা করেন তেমনি কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের বিজেপিরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সিপিআই(এমএল) লিবারেশনের জেলা সম্পাদক বাবলু ব্যানার্জি বলেন, কোনো যোগ্য শিক্ষকের কাজ কেড়ে নেওয়া চলবে না। আদালতের রায়কে কাজে লাগিয়ে রাজ্যে বিজেপি নেতারা যে নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছে তাকে রুখতে হবে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি যোগ্য শিক্ষকরা যেভাবে আন্দোলন করছেন সেই আন্দোলন ও প্রতিবাদের সমর্থনে তাদের দল প্রথম থেকেই আছে। বিহার থেকে নির্বাচিত তাদের দলের দুই সাংসদ রাষ্ট্রপতিকে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছেন এই ব্যাপারে হস্তক্ষেপ করতে। এই সঙ্কটের দ্রুত সমাধান না হলে রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। তাই আশু সমাধানের দাবিও জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *