আমাদের ভারত, ভাটপাড়া, ১৬ এপ্রিল: মুর্শিদাবাদে হরিগোবিন্দ দাস ও তাঁর পুত্র চন্দন দাসকে হত্যায় আজ দলের তরফে ‘হিন্দু শহিদ দিবস’ পালনের ডাক দিয়েছিল। দলের সেই নির্দেশ মতোই ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়ার ২০ নম্বর গলিতে দলীয় কর্মী অজয় সাউয়ের বাড়িতে ‘হিন্দু শহিদ দিবস’ পালন করা হয়।
শহিদ দিবস পালনে অংশ নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, কাঁকিনাড়ার কাছারি রোড মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে শহিদ দিবস পালন করার কথা ছিল। কিন্তু পুলিশ ওখানে শহিদ দিবস পালন করতে দেয়নি। এতে মনে হচ্ছে, পশ্চিমবঙ্গ দেশের মধ্যে আছে, নাকি বাংলার মধ্যে ভারতবর্ষ আছে। তাঁর আবেদন, বাংলায় হিন্দুরা সুরক্ষিত নেই। হিন্দুদের বাঁচাতে ৩৫৫ কিংবা ৩৫৬ ধারা জারি করার প্রয়োজন। তাঁর সংযোজন ছিল, এখন বাংলায় সিপিএম, তৃণমূল কিংবা বিজেপির লড়াই না, লড়াই সনাতনী ভার্সেস জেহাদি মুসলিম। এখন স্লোগান একটাই, “হিন্দু হিন্দু ভাই ভাই, ২০২৬ সালে বিজেপিকেই চাই।”
শহিদ দিবস পালন অনুষ্ঠানে হাজির ছিলেন হালিশহর পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান রাজা দত্ত, প্রিয়াঙ্গু পান্ডে, ভাটপাড়া মন্ডল-১ সভাপতি সুমিত চক্রবর্তী, রাজ বিশ্বাস, দীপক সাউ প্রমুখ।