Swami Pranabananda স্বামী প্রণবানন্দ না থাকলে বাংলাদেশে মিশে যেতো পশ্চিমবঙ্গ! সন্ন্যাসীদের আক্রমণ বন্ধ করুন, মানুষ কড়া জবাব দেবে, মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিলেন শাহ

আমাদের ভারত, ২২ মে:
রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ তথা হিন্দু মিলন মন্দির বাংলায় ভোটদান কে প্রভাবিত করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের কড়া জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভোটে জিততে ত্যাগী তপস্বী সন্ন্যাসীদের আক্রমণ বন্ধ করুন। তাঁর কথায় আপনি এমনিও জিতবেন না। বাংলার মানুষ আপনাকে জবাব দেবে।

বাংলার ইতিহাসের সাধুসন্তদের অবদান মনে করাতে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রবর্তক স্বামী প্রণবানন্দ মহারাজের প্রসঙ্গ তুলে ধরেন অমিত শাহ। তিনি বলেন, স্বামী প্রণবানন্দ তথা ভারত সেবাশ্রম সঙ্ঘ না থাকলে আজ বাংলা মিশে যেত বাংলাদেশে। আর মমতা দিদি ভোটে জেতার জন্য তাদেরই আক্রমণ করছেন। কাঁথির সভা থেকে শাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটে জেতার জন্য ত্যাগী তপস্বী সন্ন্যাসীদের আক্রমণ বন্ধ করুন। আপনি এমনিও জিতবেন না। বাংলার মানুষ কড়া জবাব দেবে যে কয়েকটি আসন পেতেন সেটাও পাবেন না।

আজ বাংলায় জোড়া সভা করেছেন অমিত শাহ । ডেবরা এবং কাঁথির সভা থেকে তিনি দাবী করেছেন, মোদী আবার প্রধানমন্ত্রী হচ্ছেন সেটা নিশ্চিত হয়ে গেছে। পঞ্চম দফার ভোটে ৩১০ আসন দখল করে ফেলেছে বিজেপি। এখন লড়াই শুধু ৪০০ আসন পাওয়ার।

শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার মানুষের কাছে ৩০টি আসন দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেন, বাংলায় বিজেপি ৩০টি আসন পেলে টুকরো টুকরো হয়ে যাবে তৃণমূল। কয়লা পাচার, গরু পাচার, দুর্নীতি, চুরি, কাটমানিরাজ সব বন্ধ করে দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন কেন্দ্র এবং বাংলায় বিজেপি সরকার হলে দুর্নীতির মাধ্যমে যে বিরাট অংকের টাকা তৃণমূলের নেতারা তুলেছেন তাও ফিরিয়ে দেওয়া হবে আমজনতাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *