Sukanta, Adhir “অধীরদাকে হাই কমান্ড বকে দিয়েছে হয়তো তাই এখন মিলে সুর মেরা তুমহারা করছেন” কাশীপুরে সুকান্তের কটাক্ষ

সাথী দাস, পুরুলিয়া, ২২ মে: “রাবণের সরকার থাকলে সাধু সন্তরা অপমানিত এবং আক্রান্ত হবেন। রাবণ রাজত্ব তাড়িয়ে রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে হবে। অধীরদাকে হাই কমান্ড বকে দিয়েছে, হয়তো তাই এখন মিলে সুর মেরা তুমহারা করছেন। পুরুলিয়ার কাশীপুরে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

মঙ্গলবার, দুপুরে পুরুলিয়ার কাশীপুরে দলীয় প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর প্রচারে রোড শো করেন তিনি। সেখানেই সংবাদ মাধ্যমকে এক প্রশ্নের উত্তরে এই কথা জানান। তিনি বলেন, “অধীরদাকে হাই কমান্ড বকে দিয়েছে, হয়তো তাই এখন মিলে সুর মেরা তুমহারা করছেন।” প্রসঙ্গত, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম এবং ইসকনের মতো প্রতিষ্ঠানের সাধু-সন্তদের একাংশের ‘ভূমিকা’ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে অনেকটাই সুর মেলান অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতিও সরাসরি নিশানা করেন বহরমপুরের ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজকে। তাঁর মন্তব্য, ‘‘সাধু-সন্তের যে রকম চরিত্র হওয়া প্রয়োজন, সেই চরিত্র ওঁর নেই!’’ এই নিয়ে তোলপাড় হয় বঙ্গ রাজনীতি। কটাক্ষ করেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। এদিন পুরুলিয়ার কাশীপুরে বিশাল কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা করেন বিজেপি রাজ্য সভাপতি। প্রার্থী ছাড়াও জেলা সভাপতি বিবেক রাঙা, স্থানীয় বিধায়ক কমলা কান্ত হাঁসদা, বিজেপি নেতা বিদ্যাসাগর চক্রবর্তী প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন। কাশীপুর রাজবাড়ি থেকে পদযাত্রা শুরু হয়। প্রায় এক কিলোমিটার পর হাটের মোড়ের আগে হুড খোলা সুসজ্জিত গাড়িতে উঠে প্রায় দুই কিলোমিটার আরও বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *