আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ সেপ্টেম্বর: সাগর দত্ত হাসপাতালে রোগী মৃত্যু ও হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ওপর রোগীর পরিবারের সদস্যদের হামলার ঘটনার পর আজ বিকেলে হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখতে আসলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। এর আগে এই সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে এসে পৌঁছান উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরৎ দ্বিবেদী। তিনি এসেই সোজা চলে যান গত কাল রাতের সেই ঘটনাস্থলে। এছাড়াও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলক রাজোরিয়া গতকালের ঘটনার নিরাপত্তার বিষয় খতিয়ে দেখতে সাগর দত্ত হাসপাতাল পরিদর্শন করতে আসেন।
তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, পুলিশ গত কালের ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। এই ঘটনায় জড়িতদের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান। এছাড়া আগামীতে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বেশ কিছু নিয়ম জারি করার জন্য আবেদন করা হয়েছে পুলিশের তরফ থেকে, যেটা কর্তৃপক্ষ মেনে নিলে পুলিশ হাসপাতালে সেই নিয়ম লাগু করে পরবর্তী কাজ শুরু করে দেবে বলে জানান ব্যারাকপুরের পুলিশ কমিশনার।