আমাদের ভারত, ২৮ সেপ্টেম্বর: “বিপ্লবী ভগৎ
সিং’জি শুধুমাত্র উচ্চকণ্ঠে ব্রিটিশ শাসনকে চ্যালেঞ্জ করেননি, দেশের স্বাধীনতা ও উজ্জ্বল আগামীর জন্য নিজের জীবনও উৎসর্গ করেছিলেন”। শনিবার এক্স হ্যান্ডলে এই মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিতবাবু লিখেছেন, “শহীদ-ই-আজম ভগৎ
সিং’জির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। একদিকে তাঁর প্রগাঢ় চিন্তাধারা দিয়ে তিনি যুবসমাজকে ভারত মাতার স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছিলেন, অন্যদিকে তিনি খণ্ডিত স্বাধীনতা সংগ্রামকে সংগঠিত করেছিলেন। তাঁর আত্মত্যাগের স্ফুলিঙ্গ এমন প্রবল অগ্নিশিখায় পরিণত হয় যে, স্বাধীনতার তরঙ্গ সমগ্র দেশে আরও প্রবল হয়ে ওঠে।”