আমাদের ভারত, ২৮ সেপ্টেম্বর: রবিবারের বন্ধন ও মৈত্রী এক্সপ্রেসও বাতিল করার কথা ঘোষণা হয়েছে।
ঘোষণায় জানানো হয়েছে, ২৯-৯-২৪ তারিখে ১৩১২৯/১৩১৩০ কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস এবং ১৩১০৭ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে প্রাপ্ত বার্তা অনুসারে, ১৩১২৯ কলকাতা– খুলনা বন্ধন এক্সপ্রেস (২৯-৯-২৪ তারিখে যাত্রা শুরু হচ্ছে) এবং ১৩১৩০ খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস (২৯-৯-২৪ তারিখে যাত্রা শুরু হচ্ছে) এবং ১৩১০৭ (২৯-৯-২৪এর ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস) বাতিল থাকবে। সম্পূর্ণ টিকিট ভাড়া পরিমাণ পদ্ধতি অনুযায়ী ফেরত দেওয়া হবে।