করোনা আতঙ্ক! এবার থেকে বিকেল ৪ টেতেই ছুটি সরকারি কর্মচারীদের

আমাদের ভারত,১৮ মার্চ:বৃহস্পতিবার থেকে বিকেল চারটে পর্যন্ত অফিস করবেন সরকারি কর্মীরা। করোনা নিয়ন্ত্রণে এমনটাই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তাঘাটে অফিস ফেরত যাত্রীদের ভিড় কমাতে সরকারি কর্মীদের আগেভাগে ছুটি দেওয়ার ঘোষণা করলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে বিকেল চারটে পর্যন্ত অফিস করবেন সরকারি কর্মীরা। ভিড় থেকে এই সংক্রমণ বাড়তে পারে করোনার‌। তাই এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার বলে জানান তিনি।

একইসঙ্গে নাম না করে সরকারি আমলা ও তার ছেলেকে দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, আগামীকাল থেকে অফিস হালকা করতে চাই। বিকেল চারটা পর্যন্ত রোস্টার করে দেওয়া হবে। দশটা থেকে পাঁচটার বদললে চারটের মধ্যে ছুটি করে দেওয়া হবে। যাতে একই সময় বাসে, রেল স্টেশনে ভিড় না হয়। মুখ্যমন্ত্রী বলেন, বাড়ি কিন্তু অনেক নিরাপদ। আপনারা সকলে ভালো থাকলে রাজ্যটা ভালো থাকবে। সামনের দুই সপ্তাহ সতর্ক থাকতে হবে।

একই সঙ্গে তিনি জানিয়ে দেন শরীর খারাপ হলে অনলাইন আবেদনের ভিত্তিতে মেডিকেল লিভ মঞ্জুর করে দেওয়া হবে। মমতার সতর্কবার্তা পুলিশ অফিসার সরকারি কর্মী ও সংবাদমাধ্যমের কর্মীদের প্রতিও ছিল এদিন। তিনি বলেন এদের সকলের সঙ্গে দেখা করতেই হয়, তাই তারা দূরত্ব বজায় রাখুন। সামনাসামনি এসে কথা বলবেন না।সব সময় হাত পরিষ্কার করুন। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *